রিকসাওয়ালার ছেলে
- আশরাফুল আলম আশরাফ - নেবে কি সমাজ মেনে তাকে? ১৭-০৫-২০২৪

ছিন্ন বসনে জীর্ণ দেহখানি
ঢেকে রেখেছে এক কৃষ্ণকায় ছেলে
বেঁটে সাইজের
বেঁটে তো নয়, সবার চেয়ে খাটো
সদা নিজেকে রাখে আঁটোসাটো
লুকিয়ে লুকিয়ে বিকশিত করে
নিজের সুপ্ত প্রতিভা খানি।

কম্পিত হৃদে চলাফেরা করে
ভালোবাসে সে সমসজটারে
ভালোবাসিতে চায় মানবেরে
জয় করিতে চায় বিশ্বলোক
কাটিয়ে সব রোগ শোক
চাহে সে প্রেরণ
নহে তো ঘৃণা
জানে না প্রতারণে
জানে না সে প্রতারণা কাকে বলে?
এক রিস্কাওওয়ালার ছেলে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৯-০৬-২০২০ ০৩:৫৬ মিঃ

ভীষণ ভালো লাগলো লেখা ।